গাজীপুরে আরও ১২ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের ৫টি সংসদীয় আসনে সোমবার নতুন করে আরও ১২ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মোট ২৪ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।
সোমবার (২২ ডিসেম্বর) যারা মনোয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- গাজীপুর-১ থেকে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান, বিএনপি নেতা চৌধুরী ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহ আলম বকশী, রুহুল আমিন ও এমারত হোসেইন খান। গাজীপুর-২ থেকে বিএনপি নেতা সালাহউদ্দিন সরকার, জিয়াউল কবির, গাজীপুর-৩ থেকে জামায়াতের ড. জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, আশিকুল ইসলাম পিয়াল, গাজীপুর-৪ থেকে সালাউদ্দিন এবং গাজীপুর-৫ আসনে জনতার দলের মহাসচিব আজম খান।
প্রার্থীরা জেলা প্রশাসক ও নির্বাচনের রির্টানিং অফিসার এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন জানান, সোমবার ১২ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে রোববার বিকাল পর্যন্ত ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। সব মিলিয়ে জেলার ৫টি আসনের জন্য ২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
