|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের মিঠাপুকুরে বিষাক্ত চোলাইমদ পান করে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের এবং শুক্রবার রাতে মদ পানের পর ঘটনাস্থলেই অপরজনের মৃত্যু হয়।
কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, যাদবপুর গ্রামের মৃত. রফিকুলের ছেলে আব্দুস সামাদ (৫৫), খোর্দ্দ মহদীপুর গ্রামের হাকিম মিয়া ছেলে মোকছেদুল ইসলাম (৩৭) ও আনছার আলী (৬৫) প্রায় সময় মাদক সেবন করে এলাকায় মাতলামি করেন।
তাদের অত্যাচারে মানুষজন অতিষ্ট। গত শুক্রবার কোমরগঞ্জ বাজারে তারা চোলাইমদ সেবন করেন। চোলাইমদের বিষক্রিয়ায় ঘটনাস্থলেই আব্দুস সামাদ মারা যান। গুরুতর অসুস্থ্ অবস্থায় মোকছেদুল ও আনছারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার সকালে মোকছেদুল মারা যান।
মিঠাপুকুর থানা ওসি জাফর আলী বিশ্বাস বলেন, তারা বিষক্রিয়ায় মারা গেছেন। বাদি না থাকায় মামলাদায়ের করা সম্ভব হচ্ছে না। তবে কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
