Logo
Logo
×

সারাদেশ

টিকটক হৃদয় বাবুর সহযোগী সাগরের বাড়ি অভয়নগরে

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২১, ০৮:০৭ পিএম

টিকটক হৃদয় বাবুর সহযোগী সাগরের বাড়ি অভয়নগরে

ভারতে গুলিবিদ্ধ হয়ে আটক টিকটক হৃদয় বাবুসহ তার প্রধান সহযোগী সাগরের পরিচয়সহ তার বাড়ির খোঁজ মিলেছে। যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের কামরুল গাজীর ছেলে সাগর গাজী (২৩)।

রোববার বিকালে সাগর গাজীর খোঁজখবর নিতে সরেজমিন তার বাড়িতে গিয়ে জানা যায়, উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের বাসিন্দা, কাঁচামাল অর্থাৎ তরিতরকারি বিক্রেতা কামরুল গাজীর তিন ছেলেমেয়ের মধ্যে ছোট ছেলে সাগর গাজী। বাড়ির পাশের ফুলতলা উপজেলার ফুলতলা রি-ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছে সে।

পড়াশুনা শেষ না করেই নাচগান করে বখাটে হয়ে জীবনযাপন করার সময় তার পরিবার থেকে তাকে তাড়িয়ে দেয়া হয়। গত এক বছর আগে বাড়ি থেকে ভারতে চলে যায় বলে তার পিতা-মাতা জানান।

তারা আরও জানান, সাগর গত এক বছরের মধ্যে তিনবার ভারত থেকে মোবাইল ফোনে পরিবারের খবর নিয়েছে।

ওই গ্রামের বাসিন্দা মহিউদ্দিন খান জানান, প্রথমে সাগর নাচগান করত। পরে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। তারপর একপর্যায়ে সে বখাটে ছেলেমেয়েদের সঙ্গে উঠাবসা করত।

এলাকাবাসীসহ সাগরের পিতা-মাতা ভাইরাল হওয়া ভিডিও দেখে সাগরের বিষয়টি পুরোপুরিভাবে নিশ্চিত হয়েছেন। তার পিতামাতার দাবি উপযুক্ত বিচারের পর তার ছেলেটি যেন ছাড়া পেয়ে বাড়িতে আসে। এদিকে ভাইরাল হওয়া ভিডিও দেখে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার রাতে দুই নারীসহ ৬ জনকে গ্রেফতার করে দেশটির স্থানীয় পুলিশ। গ্রেফতারের সময় গুলিবিদ্ধ হয় টিকটক হৃদয় বাবু ও সাগর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, টিকটক হৃদয় বাবু ও সাগরের হাঁটুতে গুলিবিদ্ধ হয়েছে।

যশোর ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম