নওগাঁর মান্দায় অস্ত্রসহ যুবক আটক
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১০:০৭ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি শুটারগান অস্ত্রসহ ব্যবসায়ী মিজান শেখ (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার রাতে উপজেলার কিত্তলী গ্রামের জ্যোতি কোল্ডস্টোরেজের পাশে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মিজান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর বাগদোয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
র্যাব ৫ রাজশাহীর সিপিসি২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মান্দা উপজেলার কিত্তলী গ্রামে জ্যোতি কোল্ডস্টোরেজের পাশে অস্ত্র কেনাবেচা করা হবে। এমন তথ্যের ভিত্তিতে তিনিসহ কোম্পানির উপঅধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে রাত ৮টার দিকে স্টোরেজের পাশে থেকে মিজান শেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা সম্ভব হয়।
এ বিষয়ে মেজর সানরিয়া চৌধুরী জানান, অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে বিক্রয়ের লক্ষ্যে নিয়ে আসা হয়েছিল। আটককৃত মিজান দীর্ঘদিন থেকে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল বলে র্যাবের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় নওগাঁ জেলার মান্দা থানায় মামলা রয়েছে।
