|
ফলো করুন |
|
|---|---|
দিনাজপুরের ঘোড়াঘাটে রিসান (১৫) নামে এক কিশোরকে গলা ও পায়ের রগ কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বত্তরা। শনিবার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের গোহাটির পেছনে একটি হোটেলের ভেতর থেকে পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে।
নিহত রিসান (১৫) উপজেলার কশিগাড়ী গ্রামের লিটন মণ্ডলের ছেলে। শুক্রবার রাত থেকে সে নিখোঁজ ছিল। রিসান রানীগঞ্জ হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত।
স্থানীয়রা জানান, সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার রানীগঞ্জে গরু-ছাগলের হাট বসে। আর এই দুই দিন পাশ্ববর্তী পাঁচবিবি উপজেলার এক ব্যবসায়ী জায়গা ভাড়া নিয়ে সেখানে টিনের চালাযুক্ত একটি খাবারের হোটেল করেন। শনিবার দুপুরে বন্ধ থাকা সেই হোটেলের ভেতর রক্তাক্ত এক লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন।
সূত্র জানিয়েছে, রিসান লেখাপড়ার পাশাপাশি ওই হোটেলে হাটের দিন হোটেল শ্রমিক হিসেবে কাজ করত।
রিসানের মা ওমিসা বেগম জানান, তার ছেলে পড়ালেখার পাশাপাশি সংসারের হাল ধরতে রানীগঞ্জ গোহাটির একটি হোটেলে কাজ করত। প্রতিদিনের মতো শুক্রবার রাত ১০টায় তিনি বিছানায় শুয়ে পড়েন। শোবার আগে ছেলে রিসানকে কল দিয়ে বাড়িতে আসতে বললে তার ছেলে জানান, সে বাজারে আছে এবং কিছুক্ষণ পরে বাড়ি ফিরবে। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন তার ছেলে রিসান বাড়ি ফেরেননি।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, শনিবার দুপুরে আমরা লাশ উদ্ধার করেছি। হত্যার রহস্য উদঘাটন এবং হত্যাকারীকে শনাক্ত করার জন্য আমরা অনুসন্ধান শুরু করেছি। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
