Logo
Logo
×

সারাদেশ

সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান নূর আহমদ আর নেই

Icon

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৩ পিএম

সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান নূর আহমদ আর নেই

চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী আর নেই।  

শনিবার সকালে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। 

বিকালে স্থানীয় আলিফ লাম মিম জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। 

নূর আহমদ চৌধুরী সোনাকানিয়া ইউনিয়ন থেকে পরপর দুবার চেয়ারম্যান পদে নির্বাচিত হন। জনপ্রতিনিধিত্বের পাশাপাশি ছেলের নামে প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার জিয়া ফাউন্ডেশনের নামে একটি সংগঠনের মাধ্যমে চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা, গরিব দুস্থ পরিবারে গভীর নলকূপ, মেয়ে বিয়েসহ অসংখ্য সামাজিক অবদান রেখেছেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী খোকন প্রমুখ।

চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী আর নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম