ড্যান্ডির নেশায় বুদ যুবকরা, নেশার টাকা যোগাতে চুরি
রাজু আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ০৭:২৮ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সল্যুশন বা আঠা দিয়ে নেশা করে ওরা। এই নেশার নাম ড্যান্ডি। আড়াইহাজারে এখন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে ড্যান্ডির নেশায় আসক্ত কিশোর ও যুবকের সংখ্যা। ছিন্নমূল পথশিশুদের মধ্যে এই নেশা একটা সময় সীমাবদ্ধ থাকলেও এখন এই নেশার জালে জড়িয়ে গেছে কিশোর যুবকরা।
এই ডান্ডিচক্রের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে আড়াইহাজারবাসী। বাড়ছে চুরির ঘটনা। নেশার টাকা যোগার করতে না পারলেই চক্রটি মানুষের বাসা বাড়ি, দোকানপাট এমনকি সরকারি অফিস-আদালতে চুরি করছে।
সম্প্রতি আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসে চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করার পর বেড়িয়ে এসেছে এই ড্যান্ডি নেশা আর আসক্তদের কাহিনী। চোরাই মাল উদ্ধার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী নরসিংদীর খরিয়া এলাকা থেকে চিহ্নিত চোরদের গ্রেফতার ও চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলো- দাগী চোর আশিক (২৬), পারভেজ (২৫), নবী হোসেন (২৭) ও চোরাই মালের ক্রেতা ফজলে রাব্বি।
উপজেলা নির্বাচন অফিসে গত ১৩ অক্টোবর চুরি সংঘটিত হয়েছিল। সংঘবদ্ধ চোরেরা অফিসের গ্রিল কেটে ভেতরে ঢুকে একটি ক্যামেরা চুরি করেছিল।
ওসি আরও জানান, গ্রেফতার ৩ জন চোরের সবাই ড্যান্ডির নেশায় আসক্ত বলে জানিয়েছে। তারা স্বীকার করেছে ডান্ডির নেশার টাকার যোগার করতেই তারা চুরি করে। সম্প্রতি আড়াইহাজারে এসব চুরির ঘটনা বেড়ে যাওয়ার নেপথ্যে এদের মতো ড্যান্ডি নেশায় আসক্তরাই দায়ী।
