মানুষের হক পাই পাই করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি: মতিয়া চৌধুরী
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ওপরে আল্লাহর রহমত আর নিচে আপনাদের সহযোগিতার বরকতে এ পর্যন্ত নকলা-নালিতাবাড়িতে মানুষের হক পাই পাই করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
রোববার তার নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ি মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনামূলক আর্থিক প্রণোদনা বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন উপনেতা বলেন আর এমপি বলেন এবং একই সঙ্গে অপজিশনের এমপি হিসেবে নকলা নালিতাবাড়ী মানুষের পাওনা যেটা ছেড়ে দেই নাই। আবার এখন পাওয়ারে আছি, পাওয়ার পার্টি এজন্য বেশি নেওয়ার অভ্যাস আমার নাই।
মতিয়া চৌধুরী বলেন, টেস্ট রিলিফ আগে কী ছিল, মজার রিলিফ। চেটে চেটে খাওয়া। আমার নকলা নালিতাবাড়ীর নেতাকর্মীরা এই জিনিসটা থেকে নিবৃত্ত থাকছেন। আমরা তাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি যা নেই এমপি হিসেবে নেই, পাওয়ার দেখিয়ে বেশি নেই না।
বেগম মতিয়া চৌধুরী এমপি রোববার তার নির্বাচনী এলাকায় নকলা উপজেলার বিভিন্ন স্থানে নিজে সারাক্ষণ উপস্থিত থেকে টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প থেকে নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৩য় শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত মেধাবী আট হাজার ৮৫৮ জন শিক্ষার্থীকে এক হাজার টাকা করে মোট ৮৮ লাখ ৫৮ হাজার টাকা বিতরণ করেন। পবিত্র ঈদুল আজহার আগে হাতে প্রণোদনার নগদ অর্থ পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা বেশ খুশি।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ, আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও উপকারভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
