Logo
Logo
×

সারাদেশ

নানির লাশ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নাতির

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫১ পিএম

নানির লাশ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নাতির

প্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে লাশবাহী ফ্রিজার ভ্যানের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন চালক মিঠুন। শুক্রবার সকালে দিনাজপুর-ঢাকা মহাসড়কের নুরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় মাহিন আলভি (২৩) সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার মেফতাহুল রহমানের ছেলে। আহত মিঠুন বরিশালের গৌরনদী থানার শারিকুল গ্রামের আব্দুল মালেকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ। 

তিনি বলেন, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান আলভির নানি মালেকা বেগম। তার লাশ নিয়ে আলভি বাড়ি ফিরছিলেন। তাদের ফ্রিজার ভ্যানটি ওই এলাকায় পৌঁছলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে আলভি ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। ঘটনাস্থল থেকে লাশ পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

নানি লাশ নাতি হাকিমপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম