Logo
Logo
×

সারাদেশ

যুবককে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে মুখ

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৫ পিএম

যুবককে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে মুখ

যশোরে যুবককে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে মুখ। শুক্রবার সকালে যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছন থেকে তার বিকৃত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম মহাসিন হোসেন। তিনি যশোর সদরের নুরপুর গ্রামের মছি মণ্ডলের ছেলে। 

এলাকাবাসী জানান, মহাসিন সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। 
বৃহস্পতিবার দুপুর থেকে মহাসিন নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। 

স্থানীয় চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ৯৯৯ নম্বর থেকে খবর পাই একটি লাশ বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছনে পড়ে আছে। পরে লাশটি উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে- মহাসিনকে এখানে এনে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে আলামত নষ্ট করার জন্য লাশের মুখমণ্ডল পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। 

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, সকালে ফতেপুর এলাকার একটি মসজিদের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। লাশের মুখসহ শরীরের অর্ধেক অংশ পোড়া। পরে লাশের ফিঙ্গার প্রিন্ট যাচাই করে পরিচয় শনাক্ত করা হয়েছে। 

তিনি আরও বলেন, হত্যার রহস্য উদঘাটন তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 

যুবক খুন যশোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম