Logo
Logo
×

সারাদেশ

বরিশালে জেলের জালে ধরা পড়ল হাঙরের বাচ্চা

Icon

বরিশাল ব্যুরো ও বানারীপাড়া প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ১১:১৮ পিএম

বরিশালে জেলের জালে ধরা পড়ল হাঙরের বাচ্চা

বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে জেলের জালে একটি হাঙরের বাচ্চা ধরা পড়েছে। রোববার ধরা পড়া মাছটির কোনো ক্রেতা না পেয়ে সোমবার সকালে ফেলে দেওয়া হয়েছে। এরপরই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দেয়। 

বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার মতে, ধারণা পথ ভুলে নদীতে এসেছিল হাঙরের বাচ্চা।

মাছ ব্যবসায়ী সত্যরঞ্জন বলেন, সন্ধ্যা নদীতে রোববার জাল ফেলে ছিলেন জেলে কালু। সন্ধ্যায় জাল টেনে তোলার পর প্রায় দুই কেজি ওজনের হাঙর মাছ মেলে। হাঙরটি আড়তে নিয়ে এসেছিলেন কালু। 

বরিশাল হাঙর বাচ্চা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম