Logo
Logo
×

সারাদেশ

চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৮:১১ পিএম

চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

গোপালগঞ্জে সোহেল মোল্লা (২৬) নামে এক চালককে হত্যার পর তার রিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকালে গোপালগঞ্জ সদরের মানিকদাহ এলাকা থেকে ওই রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সোহেল মোল্লা মানিকদাহ আশ্রয়ণ প্রকল্পের ময়েন মোল্লার ছেলে।

ভোররাতের দিকে বাড়িতে ফেরার সময় দুর্বৃত্তরা সোহেলকে হত্যার পর তার রিকশা নিয়ে পালিয়েছে বলে পুলিশের ধারণা।

নিহত সোহেলের পরিবারের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, শনিবার আসরের নামাজের পর বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয় সোহেল। রোববার সকালে মানিকদাহ কাচারীপাড়া এলাকায় রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সোহেলের মাথা ও মুখে আঘাতে চিহ্ন রয়েছে।

গোপালগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম