Logo
Logo
×

সারাদেশ

৬ দিন বন্ধ থাকবে নাকুগাঁও স্থলবন্দর

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৯:৩০ পিএম

৬ দিন বন্ধ থাকবে নাকুগাঁও স্থলবন্দর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে টানা ৬দিন আমদানি-রপ্তানি ও লোড-আনলোড বন্ধ থাকবে। তবে ঈদের দিনসহ প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। 

শনিবার নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে স্থলবন্দরের আমাদানি রপ্তানি ও লোড-আনলোডসহ সব কার্যক্রম রোববার (১৬ জুন) থেকে শুক্রবার (২১ জুন) পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে। আগামী শনিবার (২২ জুন) থেকে এ বন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি কার্যক্রমসহ সব কার্যক্রম শুরু হবে।

নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ঈদ উপলক্ষে ভারত, ভুটান ও বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে, ১৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত টানা ৬ দিন স্থলবন্দরের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার থেকে এই স্থলবন্দর বন্ধ ঘোষণা করার কথা থাকলেও ওপারে ভারত অংশে পাথর ভর্তি ভুটানের কিছু ট্রাক আটকে আছে। সেগুলো শনিবার নাকুগাঁও স্থলবন্দরে আনলোড হবে। তাই এই বন্দর রোববার থেকে টানা ৬ দিন বন্ধের কবলে পড়ছে। 

এ ব্যাপারে নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) জাহিদুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে সরকারি বন্ধ ৩ দিন থাকলেও ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে স্থলবন্দর ৬ দিন বন্ধ থাকবে। তবে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য ইমিগ্রেশন চেকপোস্ট ঈদের দিনসহ প্রতিদিন খোলা থাকবে। যাত্রীরা স্বাভাবিক যাতায়াত করতে পারবেন। এতে যাত্রী পারাপারে কোনো প্রকার সমস্যা হবে না।

নাকুগাঁও স্থলবন্দর বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম