Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে সংঘর্ষ চলাকালে পিস্তল হাতে কে এই যুবক 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০৯:৩৭ পিএম

চট্টগ্রামে সংঘর্ষ চলাকালে পিস্তল হাতে কে এই যুবক 

ছবি: ভিডিও থেকে নেওয়া।

চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় পিস্তল হাতে এক যুবককে দেখা গেছে।  

জানা যায়, সংঘর্ষের মধ্যে কোটা আন্দোলনকারীদের ওপর গুলিও ছুড়ছেন সেই যুবক। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ফেসবুকে পদত্যাগ ঘোষণা ছাত্রলীগ নেতাদের, যা বললেন সভাপতি

এতে দেখা যাচ্ছে, ধুসর রঙের পোলো-টিশার্ট পরা ব্যক্তিটি পিস্তল হাতে পায়চারী করছেন। এ সময় আশপাশের মানুষকে শাসাতে দেখা যায় তাকে, আবার অন্য একজনের কাছ থেকে গুলি নিয়ে পিস্তলেও ভরতে দেখা যায়। তবে পিস্তল হাতে এই যুবক কে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। 

এদিকে চট্টগ্রামের মুরাদপুরে সংঘর্ষের ঘটনায় আহত দুজন হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। অপরজনকে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতরা হলেন, ফারুক ও ওয়াসিম আকরাম (২৪)। ফারুকের বাড়ি কুমিল্লায়। তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। 

এর মধ্যে ফারুক পথচারী ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন। অপরজনের পরিচয় জানাতে পারেননি তিনি।
 

কোটাবিরোধী আন্দোলন ফেসবুক পদত্যাগ ছাত্রলীগ

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম