Logo
Logo
×

সারাদেশ

মোহনপুর আ.লীগের সভাপতি গ্রেফতার

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম

মোহনপুর আ.লীগের সভাপতি গ্রেফতার

রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। আবদুস সালাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন তার শ্যালক।

শুক্রবার রাত ৯টার দিকে রাজশাহী মহানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মোহনপুর থানা পুলিশ।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, মোহনপুর থানায় হামলাসহ বিভিন্ন অপরাধে থানায় হওয়া চারটি মামলার এজাহারভুক্ত আসামি আবদুস সালাম। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

ওসি জানান, চারটি মামলাতেই আবদুস সালামকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

আওয়ামী লীগ গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম