Logo
Logo
×

সারাদেশ

কারখানার আগুনে পুড়ে আহত রায়হানের মৃত্যু

Icon

কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ পিএম

কারখানার আগুনে পুড়ে আহত রায়হানের মৃত্যু

গাজীপুরের কাশিমপুরে সিরামিক কারখানায় লাগা আগুনে পুড়ে আহত মো আবু রায়হান (৩২) নামে এক ইঞ্জিনিয়ার মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে ১১ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে কাশিমপুরের শাইনপুকুর সিরামিকের কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃতের বাবা মো. রেজাউল করিম জানান, ১১ অক্টোবর সন্ধ্যা  সাড়ে ৬টার দিকে আমার ছেলেসহ আমরা ৬ জন মিলে এসএনজি মেশিনের মাধ্যমে এলপিজি গ্যাস থেকে এসএনজি গ্যাসে পরিণত করার জন্য শাইনপুকুর কারখানায় কাজ করতেছিলাম। তখন মেশিনের পাশে থাকা বিদ্যুতের বোর্ড হইতে হঠাৎ শর্টসার্কিট থেকে আগুন লেগে আমার ছেলে দগ্ধ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউট নিয়ে ভর্তি করি। ৭ দিন চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মৃতের বাবা কাশিমপুর থানায় একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরি করেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।

গাজীপুর কারখানার আগুন সিরামিক কারখানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম