Logo
Logo
×

সারাদেশ

প্লাস্টিকের গুঁড়া দিয়ে তৈরি হচ্ছে নারিকেল নাড়ু!

Icon

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১২:১৫ এএম

প্লাস্টিকের গুঁড়া দিয়ে তৈরি হচ্ছে নারিকেল নাড়ু!

ছবি: সংগৃহীত

পাবনার ফরিদপুরে সুলতান এগ্রোফুডে প্লাস্টিকের গুঁড়া দ্বারা নকল নাড়ু-বড়া তৈরির অভিযোগ উঠেছে। উপজেলার রাউৎনাগধাপাড়া গ্রামের সুলতান শাহের ছেলে ইমদাদুল হকের তেল মিলের আড়ালে এমন অখাদ্য তৈরি হচ্ছে।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ সোমবার সেখানে অভিযান চালান। এসব ভেজাল খাদ্য জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পাশে স্বপন কুমার হলদারের গোডাউন থেকে পাঁচ বস্তা প্লাস্টিকের গুঁড়া উদ্ধার করা হয়। একই দিন দোকানে মূল্য তালিকা না থাকায় কৃষি বিপণন আইনে বাজারের তিনজন দোকানদারকে জরিমানা করা হয়।

পাবনা নারিকেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম