Logo
Logo
×

সারাদেশ

ঠাকুরগাঁও সদর হাসপাতাল

জায়গা সংকটে ডায়রিয়ার চিকিৎসা গাছ তলায়

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০২:১৩ এএম

জায়গা সংকটে ডায়রিয়ার চিকিৎসা গাছ তলায়

ঠাকুরগাঁও সদর  হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। রোগীদের জন্য জায়গার পাশাপাশি স্যালাইনের সংকট দেখা দিয়েছে। এতে বাইরে থেকে উচ্চমূল্যে স্যালাইন কিনতে হচ্ছে তাদের।

বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট গ্রামের নাসরিন বেগম বলেন, ছেলেকে হাসপাতালে ভর্তি করেছি, সবকিছুই বাইরে থেকে কিনতে হচ্ছে। হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও জায়গার অভাবে তার ছেলেকে গাছ তলায় স্যালাইন দেওয়া হচ্ছে।

একই অভিযোগ হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের দিলারা বেগমের।

শিশুবিষয়ক কনসালটেন্ট ডা. সাজ্জাদ হায়দার শাহিন বলেন, এই হাসপাতালে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার রোগীরা আসছে।গত ২৪ ঘণ্টায় প্রায় দুই শতাধিক শিশু ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।এ কারণে ওষুধ সরবরাহ দ্রুত পুরিয়ে যায়। কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সিরাজুল ইসলাম বলেন, শিশুদের কান্না থামাতে না পেরে স্বজনরা তাদের বাইরে নিয়ে আসছে।

ঠাকুরগাঁও সদর হাসপাতাল ডায়রিয়া নিউমোনিয়া চিকিৎসা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম