Logo
Logo
×

সারাদেশ

ডামুড্যায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

Icon

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পিএম

ডামুড্যায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

শরীয়তপুরের ডামুড্যায় বিস্ফোরক মামলায় মো. হাসান মাল  (২২) নামে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দারুল আমান ইউনিয়নের চর রামরায়ের কান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. হাসান মাল ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রয়েছেন।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার দারুল আমান ইউনিয়নের চর রামরায়ের কান্দি গ্রামের সোবাহান মালের ছেলে মো. হাসান মাল নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার দারুল আমান ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত।

গত শুক্রবার বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৬ ধারার ৯নং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

ছাত্রলীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম