Logo
Logo
×

সারাদেশ

জানুয়ারি থেকে ফের উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে নাটোরে সমাবেশ

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ এএম

জানুয়ারি থেকে ফের উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে নাটোরে সমাবেশ

ছবি: সংগৃহীত

আগামী ১ জানুয়ারি থেকে গরিবের আন্তঃনগর খ্যাত চিলাহাটি থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন চালু করা না হলে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সব আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গারহাট রেলওয়ে স্টেশন প্লাটফর্মে নলডাঙ্গা উন্নয়ন ফোরামের ব্যানারে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও সমাবেশে সরকারের কাছে এমন হুঁশিয়ারিসহ আলটিমেটাম দেন বক্তারা।

এছাড়া উত্তরা এক্সপ্রেস ট্রেন চালু না হওয়া পর্যন্ত এই দাবিতে নলডাঙ্গা উপজেলার ৪টি স্টেশনসহ সব রেলওয়ে স্টেশনে পর্যায়ক্রমে মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, নলডাঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাছির উদ্দিন খাঁন, নিরাপদ সড়ক চাই নলডাঙ্গা সভাপতি লতিফুর রহমান, নলডাঙ্গা উন্নয়ন ফোরামের আব্দুর রাজ্জাক, ইসলামী বক্তা মাওলানা আবু নওশাদ নোমানী, ডা. রেজাউল করিম বাবু ও সাবেক সেনা সদস্য মুনছুুুর রহমান প্রমুখ।

নাটোর উত্তরা এক্সপ্রেস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম