Logo
Logo
×

সারাদেশ

রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কেটে নারীর মৃত্যু

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম

রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কেটে নারীর মৃত্যু

বগুড়ার কাহালুতে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে কোহিনুর বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার শীতলাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিকালে সান্তাহার রেলওয়ে থানার এসআই মোকাব্বার হোসেন এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত কোহিনুর বেগম বগুড়ার কাহালু উপজেলার অঘোরশাল গ্রামের রেজাউল করিমের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে কোহিনুর বেগম কাহালু উপজেলার শীতলাই গ্রামের পাশে টাচস্টোর কোম্পানির সামনে রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। এ সময় বোনারপাড়া ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল ট্রেনের নিচে পড়ে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার এসআই মোকাব্বার হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত গৃহবধূ কোহিনুর বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বগুড়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম