Logo
Logo
×

সারাদেশ

সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০২:১১ এএম

সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

নওগাঁর ধামইরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার বস্তাবর সীমান্ত চৌকি (বিওপি) সংলগ্ন শূন্য রেখায় অনুষ্ঠিত এ বৈঠকে বিএসএফের ১২৩ ব্যাট্যালিয়নের শিবরামপুর কোম্পানির কমান্ডার ও বিজিবির বস্তাবর কোম্পানির কমান্ডার অংশ নেন।

বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে বিএসএফ সম্মত হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা হবে কি না তা বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, বিএসএফ বলেছে তারা সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো বেড়া বা স্থাপনা করবে না। প্রতিশ্রুতি ভঙ্গ করে ১৫০ গজের মধ্যে বেড়া বা স্থাপনা করার চেষ্টা করলে বিজিবি প্রতিহত করবে।

নওগাঁ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম