Logo
Logo
×

সারাদেশ

ভাত দিতে দেরি, প্রাণ গেল স্ত্রীর

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম

ভাত দিতে দেরি, প্রাণ গেল স্ত্রীর

ভাত দিতে দেরি হওয়ায় স্বামীর তালার আঘাতে স্ত্রী দিনা আক্তারের মৃত্যুর অভিযোগ উঠেছে। নীলফামারী সদর উপজেলার হাতিবান্ধা জুম্মাপাড়া গ্রামে মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে।

নিহত গৃহবধূ ওই গ্রামের মামুন হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, রফিকুলের ছেলে মামুন সকালে তার স্ত্রী (এক সন্তানের জননী) দিনা আক্তারের কাছে ভাত খেতে চায়। দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে মামুন তালা দিয়ে স্ত্রীর ঘাড়ে আঘাত করে। এতে অসুস্থ হয়ে পড়লে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে রংপুরে নেওয়ার পরামর্শ দেন; কিন্তু অবস্থা বেগতিক দেখে মামুন তার স্ত্রী দিনাকে বাড়িতে নিয়ে এসে উঠানে রেখে সটকে পড়ে।

এদিকে দুপুর ২টায় খবর পেয়ে দিনার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানার ওসি এমআর সাঈদ জানান, খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নীলফামারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম