Logo
Logo
×

সারাদেশ

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত

Icon

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০১:৪৪ পিএম

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত

বরিশালের বাকেরগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মাহবুব মোড়ল নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এতে অন্তত ১০ বাসযাত্রী আহত হয়েছেন।

শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-কুয়াকাটা সড়কের সুন্দরবন কুরিয়ার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব সাতক্ষীরা জেলার তালা গ্রামের লুৎফার মোড়লের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জ ট্রাভেলস নামে কুয়াকাটাগামী পরিবহণের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কা লাগে। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহতাবস্থায় ট্রাকচালকসহ দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক মাহবুবের মৃত্যু হয়েছে। 

বাকেরগঞ্জ থানার এসআই ফোরকান জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা হতে পারে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত মাহবুব মোড়লের মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া চলছে।

বরিশাল বাকেরগঞ্জ বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম