Logo
Logo
×

সারাদেশ

সিঁধ কেটে ঘরে ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

Icon

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৮:০৭ পিএম

সিঁধ কেটে ঘরে ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

পিরোজপুরের ইন্দুরকানীতে সিঁধ কেটে ঘরে ঢুকে মা ও মেয়েসহ তিনজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে বালিপাড়া ইউনিয়নের মৃধারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, মৃধারহাট এলাকায় মাছ ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেনের স্ত্রী ও এক মেয়ে এবং তার এক নাতিকে নিয়ে বাসায় থাকতেন। বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা চুরি করার জন্য ঘরের সিঁধ কেটে প্রবেশ করে। ঘরে থাকা একটি আলমারির তালা ভাঙার সময় জাহাঙ্গীরের স্ত্রী জেসমিন বেগম টের পেয়ে ঘরের ভিতরে লোকজন দেখে চিৎকার দেন। দুর্বৃত্তরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরের স্ত্রী জেসমিন ও মাদ্রাসাপড়ুয়া ছাত্রী ইয়ানা এবং নাতি জুয়েনাকে কুপিয়ে জখম করে। দুর্বৃত্তরা ঘরের প্রয়োজনীয় মালামাল নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীরের স্ত্রীর গায়ে ১০-১৫টি কোপের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর। 

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, এ বিষয়ে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম