Logo
Logo
×

সারাদেশ

ইন্দুরকানীতে ছাত্রলীগের হাতে শিবিরের কর্মী জখম

Icon

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪ পিএম

ইন্দুরকানীতে ছাত্রলীগের হাতে শিবিরের কর্মী জখম

আহত শিবিবের কর্মী সাইদুল ইসলাম— ছবি: সংগৃহীত

ইন্দুরকানীতে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে ছাত্রলীগের হাতে শিবিরের কর্মী কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা বালিপাড়া বাজারে কওমী মাদ্রাসা মোড়ে এ ঘটনাটি ঘটে।

সরেজমিনে জানা যায়, ৫ই আগস্টের পর থেকে ছাত্রলীগের কর্মী মো. আরিফ বিভিন্ন সময় অযৌক্তিক এবং ভুয়া তথ্য দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন। একই এলাকার শিবিরের কর্মী ও এলাকার লোকজন তা দেখে বিভিন্ন সময় প্রতিবাদ করেন। প্রতিবাদ করার পরে দীর্ঘদিন আরিফ এলাকায় ছিলেন না। এসময়ে তাদের মাঝে বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকি-ধামকি চলে।

পরে আরিফ গোপনে লোকজন নিয়ে শিবির কর্মী রিহান খান, সাইদুল ইসলাম, তারিকুল ইসলামকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন পরে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পরে তাৎক্ষণিক জামায়াতের কর্মীরা মিছিল বের করেন এবং তাদের খোঁজাখুজি করেন। পরে শনিবার সকালে ইন্দুরকানী উপজেলা জামায়াত শিবির উদ্যোগে বালিপাড়া বাজারে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

ইন্দুরকানী থানা ওসি মো. মারুফ হোসেন জানায়, ঘটনাটি শুনে পুলিশ মোতায়ন করা হয়েছে। আহতরা ইন্দুরকানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

ইন্দুরকানী ছাত্রলীগ শিবির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম