Logo
Logo
×

সারাদেশ

অনুপ্রবেশের দায়ে ভারতে আটক ৪ বাংলাদেশি

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম

অনুপ্রবেশের দায়ে ভারতে আটক ৪ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে চার বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। রোববার রাতে তাদের আটক করা হয়। তবে আটকের বিষয়টি এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করেনি বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন, রোকনপুর গ্রামের মোহবুল হকের ছেলে মুকুল (৪০), মোশাররফ হোসেনের ছেলে আলিফ (৩২ ), সাগরইল গ্রামের ইসহাক আলীর ছেলে দুরুল (৩৫) ও উপর দামইল গ্রামের মতিউর রহমানের ছেলে বাবু (৩৫)। তারা সবাই রাখাল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে সীমান্ত দিয়ে ওই চারজন ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতীয়রা তাদের আটকে ইটাঘাটা বিএসএফ ক্যাম্পে সোপর্দ করে । 

আটক মুকুলের শ্বশুর আনারুল বলেন, ওই চারজনকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। ভারতীয়রা মোবাইল ফোনে কলে আমাদের বিষয়টি জানিয়েছে।

এ বিষয়ে জানতে ১৬ বিজিবির স্থানীয় বিওপি ও ব্যাটালিয়ন সদরে যোগাযোগ করার চেষ্টা করা হলে কেউ ফোন রিসিভ করেনি। তবে ছুটিতে থাকা  ১৬ বিজিবির ডিএডি রুবেল ইসলাম বলেন, ‘তারা বিষয়টির খোঁজ খবর নিচ্ছেন।’

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর বাংলাদেশ বিএসএফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম