যুগান্তর সুনিপুণ লেখনীর মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. নুরুল ইসলাম প্রতিষ্ঠিত ও অ্যাডভোকেট সালমা ইসলাম প্রকাশিত দৈনিক যুগান্তর পত্রিকার সুনিপুণ লেখনীর মাধ্যমে জাতির আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাদের সৃষ্টি দৈনিক যুগান্তর পত্রিকা শুরু থেকেই নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এক্ষেত্রে নিরপেক্ষ সংবাদ প্রকাশে দৈনিক যুগান্তর পত্রিকা পাঠকের কাছে আপসহীন বলে মনে হয়েছে।
দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ মো. ফকরুল আলম এসব কথা বলেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বানারীপাড়ায় ১২৪ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বাইশারী মাধ্যমিক বিদ্যালয় কম্পাউন্ডে দৈনিক যুগান্তর বানারীপাড়া উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশ এ উৎসবের আয়োজন করে।
তথ্যবহুল সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রকাশকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি।
পরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব উদযাপন করেন।
দৈনিক যুগান্তর বানারীপাড়া উপজেলা প্রতিনিধি এসএম গোলাম মাহমুদ রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত রজতজয়ন্তী উৎসবে এছাড়াও উপস্থিত ছিলেন- বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. ছবুর খান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. জাকির হোসেন, মো. আলাউদ্দিন বাদল, মো. আলি আকবর, মো. জাফর আহম্মেদ, মো. জাকির হোসেন, মো. মাসুম মৃধা, জুয়েল লস্কর, ওয়াসিম মৃধা, মাকসুদুর রহমান ডালিম, রফিক মল্লিক, শিক্ষক মো. মোস্তফা কামাল, সুজিত চক্রবর্তী, আব্দুল মালেক, সুকদেব সরকার, সঞ্জয় সমদ্দার, মাওলানা মো. মিজানুর রহমান প্রমুখ।
