Logo
Logo
×

সারাদেশ

পিকনিক বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৫ পিএম

পিকনিক বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

নওগাঁর ধামইরহাটে পিকনিকের বাসের চাপায় কামাল হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আড়ানগড় ইউনিয়নের বিহারিনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পেশায় ব্যবসায়ী কামাল ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ী কামাল বুধবার সকালে মোটরসাইকেলযোগে নওগাঁ শহরে যাচ্ছিল। যানটি বিহারিনগর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জয়পুরহাটগামী পিকনিকের বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কামাল মারা যান।

ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।’

ধামইরহাট সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম