সোনাতলায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৭:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার সোনাতলায় গোলাম মোস্তফা বাবলু ও জহুরুল ইসলাম নামে দুই ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী বুধবার সোনাতলা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর করমজা গ্রামের মৃত খট্টু মোল্লার ছেলে হায়দার আলী মোল্লা প্রায় ৩০ বছর আগে ২৮ শতক জমি মোস্তাক আহম্মেদ রিবুর কাছ থেকে কিনে তা ভোগদখল করে আসছেন। একই গ্রামের মৃত গিয়াস উদ্দিন মণ্ডলের ছেলে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বাবলু ও জহুরুল ইসলাম দলীয় প্রভাবে ওই জমি জোরপূর্বক দখল করেন।
তিনি আরও বলেন, জমির প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও দখল ঠেকাতে পারেননি। দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আর তিনি জমি ফিরেও পাননি। প্রতিকার পেতে বুধবার সোনাতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে প্রতিপক্ষ গোলাম মোস্তফা বাবলু জানান, তিনি কারো জমি দখল করেননি। গত ২০১৩ সালে ওই জমি কিনে নিয়েছেন।
এ প্রসঙ্গে সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী জানান, জমি দখলের ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে এ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
