Logo
Logo
×

সারাদেশ

একসঙ্গে প্রাণ গেল দুই বন্ধুর

Icon

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১০:৪৬ পিএম

একসঙ্গে প্রাণ গেল দুই বন্ধুর

জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেল ও আলুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে আরোহী দুই বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় নিশ্চিন্তা-ইটাখোলা সড়কের মুন্দাইল গ্রামের রকেট চৌধুরীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ট্রাকটি থানা হেফাজতে নেয়।

নিহত দুই বন্ধু হলেন- ক্ষেতলাল পৌর এলাকার হেরাকুলা  চৌধুরীপাড়া মহল্লার আজিজার মণ্ডলের ছেলে দুলাল মণ্ডল (৩৫) এবং একই গ্রামের মংলা সরকারের ছেলে জহুরুল ইসলাম (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫টায় মুন্দাইল মোড়ে রকেট চৌধুরীর বাড়ির সামনে একটি ট্রাক আলু বোঝাই করছিল। মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিশ্চিন্তা বাজার থেকে আসছিল। দ্রুতগামী মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা দিয়ে ছিটকে পরে ঘটনাস্থলেই একজন নিহত হয়। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে ক্ষেতলাল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম।

জয়পুরহাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম