Logo
Logo
×

সারাদেশ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান স্কুল গেট থেকেই ছাত্রীকে অপহরণ

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১১:০৩ পিএম

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান স্কুল গেট থেকেই ছাত্রীকে অপহরণ

বাগাতিপাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনায় ওই ছাত্রীর নানা বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

উপজেলার জামনগর ইউনিয়নের কৈপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী উপজেলার জামনগর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় তার নানার বাড়িতে থেকে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে। দীর্ঘদিন ধরে নাটোর সদর উপজেলার কাফুরিয়া পশ্চিম মেরির চর এলাকার নূর মোহাম্মদের ছেলে আজিজুর রহমান প্রেমের প্রস্তাব দিয়ে তাকে উত্ত্যক্ত করছিল। কিন্তু তার এই প্রস্তাবে ওই ছাত্রী সাড়া দেয়নি। বুধবার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। কৈপুকুরিয়া স্কুল গেটের সামনে পৌঁছলে আগে থেকে অবস্থান নেওয়া আজিজুর রহমান ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রীর অপহরণের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি প্রেমঘটিত কিনা খতিয়ে দেখা হচ্ছে।

নাটোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম