হাজীগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হাজীগঞ্জে আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় ছয়দিন বয়সী নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার ওই নবজাতককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে দালাল চক্রের পরামর্শে তাকে পাশের আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নিয়ে যায় স্বজনরা।
সেখানে শিশুকিশোর রোগ বিশেষজ্ঞ ডা. মো. আজাদুল হক ওই নবজাতককে একটি ইনজেকশন দেওয়ার পরপরই তার নড়াচড়া বন্ধ হয়ে যায়। পরে ফের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ওই নবজাতক ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিসাইর গ্রামের মিয়াজী বাড়ির আলী মিজির মেয়ে। মা কুলসুমা বেগম বলেন, দুধ কম টানে দেখে ডাক্তার দেখাতে আনলেই এই ঘটনা ঘটে। আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ আকিব হোসেন বলেন, আমাদের কোনো অবহেলা ছিল না, তাদেরকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওসি মহিউদ্দিন ফারুক বলেন, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
