Logo
Logo
×

সারাদেশ

ঢিল ছুড়ে যাত্রীবাহী মাইক্রোবাস থামিয়ে ডাকাতি

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৮:২৬ পিএম

ঢিল ছুড়ে যাত্রীবাহী মাইক্রোবাস থামিয়ে ডাকাতি

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলায় একটি যাত্রীবাহী মাইক্রোবাসে ইটের ঢিল ছুড়ে থামিয়ে ডাকাতি হয়েছে। রোববার রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মাইক্রোবাসটি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীবাহী মাইক্রোবাসটি কোনাবাড়ী এলাকায় পৌঁছলে ডাকাতরা ইট ছুড়ে মারে। এ সময় চালক মাইক্রোবাসটি থামিয়ে দেন। পরে সাত-আটজনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে। এ সময় যাত্রীদের সঙ্গে থাকা সাতটি মোবাইল ফোন ও নগদ প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। পরে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।

সিরাজগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম