পাম্প বন্ধ করা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসায়ীকে কুপিয়ে আহত
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের আগৈলঝাড়ায় বোরো ব্লকের সেচপাম্প বন্ধ করা নিয়ে একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা শনিবার রাতেই ঢাকায় প্রেরণ করা হয়।
এ ঘটনায় গুরুতর আহত মামুন খানের বাবা সেকেন্দার আলী খান বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল-কোদালধোয়া সড়কের পাশে বোরো ব্লকটি বিশ্বব্লক নামে পরিচিত রয়েছে। সেচপাম্পটি পোল্ট্রি ব্যবসায়ী মামুন খানের বাড়ি পাশে হওয়ায় শনিবার বিকালে ব্লকের ম্যানেজার কবির ফকির সেচপাম্প বন্ধ হয়ে গেলে পুনরায় তা চালু করার জন্য মামুন খানকে বলেন।
মামুন খান বন্ধ হওয়া সেচপাম্প চালু করতে গেলে বাধা দেন একই এলাকার শাহেব আলী ফকিরের ছেলে মোস্তফা ফকির। এ ঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে মোস্তফা ফকির তার হাতে থাকা ধারালো কাস্তে দিয়ে মামুন খানের হাত কুপিয়ে গুরুতর আহত করেন।
স্থানীয়রা গুরুতর আহত মামুন খানকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেবাচিম হাসপাতাল নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা শনিবার রাতেই ঢাকায় প্রেরণ করেন।
এ ঘটনায় গুরুতর আহত মামুন খানের পিতা সেকেন্দার আলী খান বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত মোস্তফা ফকিরকে পাওয়া যায়নি।
তার ছেলে মহিন ফকির বলেন, তুচ্ছ ঘটনা মামুন খানের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছিল। মামুন সুস্থ হয়ে এলাকায় ফিরলে স্থানীয়রা বসে মীমাংসা করা হবে।
এ ব্যাপারে আগৈলঝাড়ার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে তদন্তের জন্য এক এসআইকে পাঠানো হয়েছে। এসআই থানায় এসে তদন্ত রিপোর্ট দেওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
