Logo
Logo
×

সারাদেশ

হাতীবান্ধায় কলেজের অধ্যক্ষ পদ নিয়ে দ্বন্দ্ব

নারী শিক্ষককে লাঞ্ছিত করলেন জামায়াত নেতা

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০২:৪১ পিএম

নারী শিক্ষককে লাঞ্ছিত করলেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের অধ্যক্ষ মোছা. ছালমা বেগমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলা জামায়াতের আমির মো. হাসান আলী ও তার লোকজনের বিরুদ্ধে। আহত ওই নারী শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে দাবি করেছেন। তবে এ ধরনের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন উপজেলা জামায়াতের আমির হাসান আলী।

জানা যায়, ২০১৯ সাল থেকে ছালমা বেগম হাতীবান্ধা মডেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি হাতীবান্ধা উপজেলা জামায়াতের আমির মো. হাসান আলী নিজেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করে তার সঙ্গে বিরোধ তৈরি করেন। এর জের ধরে গত সোমবার দুপুরে হাসান আলী ও তার লোকজন পূর্বপরিকল্পিতভাবে কলেজের অফিস কক্ষে ঢুকে সালমাকে পদত্যাগের জন্য চাপ দেন। তিনি রাজি না হওয়ায় অভিযুক্তরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় আহত ছালমা বেগম হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। 

সাংবাদিদের তিনি বলেন, তিনি (হাসান আলী) কক্ষে ঢুকে প্রথমে আমাকে পদত্যাগ করার জন্য চাপ দেন। রাজি না হলে অবস্থা খারাপ হবে বলে হুমকি দেন। আমি পদত্যাগে রাজি না হওয়ায় তার (হাসান আলী) নির্দেশেই কয়েকজন আমার চুল টেনে ধরেন ও শ্লীলতাহানি করেন।  

তবে মঙ্গলবার বিকালে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি এ সংক্রান্ত কোনো অভিযোগ পাননি।

উপজেলা জামায়াতের আমির মো. হাসান আলী বলেন, বোর্ডের সিম ও পাসওয়ার্ড তিনি (ছালমা বেগম) হস্তান্তর করছেন না বিধায় খুব অসুবিধা হচ্ছে। তাকে কেউ মারধর করেনি। 

নারী শিক্ষক লাঞ্ছিত জামায়াত নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম