Logo
Logo
×

সারাদেশ

একজনকে চাপা দিয়ে দাঁড়িয়ে থাকা ভটভটিতে ট্রাকের ধাক্কা, নিহত ২

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০২:৫৭ পিএম

একজনকে চাপা দিয়ে দাঁড়িয়ে থাকা ভটভটিতে ট্রাকের ধাক্কা, নিহত ২

বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় ও ধাক্কায় দুজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় নারীসহ আহত হয়েছে আরও ২১ জন। শুক্রবার সকালে উপজেলার রণবীরবালা এলাকায় শেরপুর-ধুনট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহত সবাই দিনমজুর।

নিহতরা হলেন, উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮) ও হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামানিকের ছেলে হানিফ উদ্দিন (৩৬)।

আহতরা হলেন, সুন্দরী (৪৫), বসন্তী (৫০), সুর্বতি (৪৫), চায়না (৪০), পবিত্র (৪৫), স্বরস্বতি (৫৫), সাগরিকা (৫০), সুনীল (৫০), মনন্তর (৪৮), পয়ত্রি (৫২), সাত্তার (৬০), বাসরি (৫০) ও ক্ষন্নষশি (৫০)। বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধুনট ছেড়ে আসা মিনিট্রাক শেরপুরের দিকে যাচ্ছিল।  শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে যানটি রণবীরবালা বশির পাগলা মাজারের কাছে পৌঁছালে দাঁড়িয়ে থাকা হানিফ উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এরপর ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ভটভটিতে ধাক্কা দেয়। এতে ট্রাক ও ভটভটি উল্টে যায়। এতে ভটভটি যাত্রী হারুন অর রশিদ ঘটনাস্থলেই মারা যান। আহত হন ভটভটির যাত্রীরা।

বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত কয়েকজনকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বগুড়ার শেরপুর থানার এসআই তোফাজ্জল হোসেন বলেন, ‘ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বগুড়া শেরপুর সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম