Logo
Logo
×

সারাদেশ

কয়রায় ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০১:৫৫ পিএম

কয়রায় ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার

সুন্দরবনের কোবাদক স্টেশনের বন রক্ষিরা বিশেষ অভিযান চালিয়ে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। এ সময় একটি নৌকাসহ হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। 

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সন্যাসির খাল এলাকা হতে এই হরিণের মাংসসহ নৌকা উদ্ধার করা হয় । 

সুন্দরবন পশ্চিম বিভাগের ( ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

হরিণ কয়রা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম