Logo
Logo
×

সারাদেশ

ঘাটে বাধা লঞ্চ আগুনে পুড়ল

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১১:৪০ এএম

ঘাটে বাধা লঞ্চ আগুনে পুড়ল

বরিশালের মেহেন্দীগঞ্জে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পাতারহাট বন্দরে এ ঘটনা ঘটে। লঞ্চটি পুড়ে গেলেও আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পুড়ে যাওয়া এমএল সাইমন-১ নামের ওই লঞ্চটি বরিশাল-পাতারহাট রুটে চলাচল করত।

ঘাটের শ্রমিক মনির হোসেন জানান, রাতে লঞ্চটি ঘাটে বেঁধে রাখা হয়। বৃহস্পতিবার রাত ৩টার দিকে নৌযানটিতে আগুন লাগে। তখন অবশ্য সেটিতে কোনো যাত্রী ছিল না।

নৌযানটির মালিক রুহুল আমিন বলেন, ‘শুক্রবার সকাল ৯টায় লঞ্চটির যাত্রী নিয়ে বরিশালে যাও‍য়ার কথা ছিল। এর আগেই আগুন সব শেষ করে দিল।’

এ মালিক আরও বলেন, ‘আগুনে লঞ্চের প্রায় পুরোটাই পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।’

মেহেন্দীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। তবে যতদূর মনে হচ্ছে এটি দুর্ঘটনা।’

বরিশাল লঞ্চ আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম