Logo
Logo
×

সারাদেশ

পটকার আগুনে কৃষকের সর্বনাশ

Icon

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ পিএম

পটকার আগুনে কৃষকের সর্বনাশ

নওগাঁর নিয়ামতপুরে শিশুদের পটকার আগুনে কপাল পুড়েছে নুরুজ্জামান নামের এক কৃষকের। এ সময় পটকার আগুনে পুড়ে গেছে তার খড়ের পালা। ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা।

সংবাদ পেয়ে নিয়ামতপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি ঘটে সোমবার ঈদের দিন সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের কাচারী দামপুরা গ্রামে।

জানা যায়, ঈদের দিন সন্ধ্যার দিকে একদল শিশু পটকা ফুটিয় আনন্দ করছিল নুরুজ্জামানের উঠানে। এ সময় শিশুদের পটকার আগুন গিয়ে পড়ে নুরুজ্জামানের খড়ের পালায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিক। আগুন দেখেই পাড়া প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। পরে নিয়ামতপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী কৃষক নুরুজ্জামান  বলেন, আমি গরিব মানুষ। আমার নিজস্ব কোনো জমিজমা নাই। পরের জমি বর্গা করে যে খড় পাই তা দিয়েই সারা বছর আমার ৩টি গরুকে খাওয়ানো হয়। কিছু খড় বিক্রি করে সংসারের কাজে লাগাই। এখন তো আমার সব পুড়ে ছাই। কি খাওয়াবো আমার গরুকে বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

নিয়ামতপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে তারা দ্রুত ছুটে যান এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

নওগাঁ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম