Logo
Logo
×

সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ স্কুলছাত্রের মৃত্যু

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১১:২২ এএম

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ স্কুলছাত্রের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই স্কুলছাত্র মারা গেছে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- হৃদয় ও নয়ন। তাদের দুজনের বয়সই ১৬ বছর। তারা দুজনই এসএসসি পরিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ মোটরসাইকেলযোগে হৃদয় ও নয়ন বেড়াতে যায়। তারা আটঘরিয়া থানার খিদিরপুর দেবত্তর সড়কের বেরুয়ান-সরাবাড়িয়া নামকস্থানে পৌঁছালে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় দুই বন্ধু। স্থানীয়রা তাদের উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে তাদের ঢামেক ও রামেকে ভর্তি করা হয়।

আটঘরিয়া দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘নয়ন ও হৃদয় দুজনই আমার স্কুলের ছাত্র ছিল। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাদের।

শিক্ষক মোশাররফ হোসেন বলেন, ‘দুর্ঘটনায় নিহত দুই বন্ধুকে খালিশপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।’

ঈশ্বরদী সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম