Logo
Logo
×

সারাদেশ

রাস্তার পাশে মিলল ব্যবসায়ীর গলাকাটা লাশ

Icon

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:৪০ এএম

রাস্তার পাশে মিলল ব্যবসায়ীর গলাকাটা লাশ

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় রাস্তার পাশ থেকে জাহিদুল ইসলাম মোল্লা ওরফে জাহিদ (৬০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে ডেমরা-আতাইকুলা সড়কের তেবাড়িয়া হাজির বটতলা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

কাঠ ব্যবসায়ী মৃত জাহিদ উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইল হাট এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা জাহিদকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে গেছেন।

আতাইকুলা থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম জানান, বুধবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গেলে বটতলা রাস্তার পাশে রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পূর্ব শক্রতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জাহিদকে হত্যার পর লাশ ফেলে রেখে গেছেন।

স্থানীয়দের ধারণা, এ হত্যাকাণ্ডের সঙ্গে চরমপন্থি সংশ্লিষ্টতা রয়েছে। কেননা এলাকাটি চরমপন্থি অধ্যুষিত হিসেবে পরিচিত এবং বিগত সময়ে চরমপন্থি সংশ্লিষ্টতায় অর্ধশত হত্যার ঘটনা ঘটেছে।

জাহিদের ভাই রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হয়েছিলেন ভাই। এরপর তিনি বাড়ি ফেরেননি। বুধবার সকালে তার লাশ পাওয়া যায়। কি কারণে ও কারা তাকে হত্যা করেছেন তা বুঝতে পারছি না।

সাঁথিয়া লাশ পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম