Logo
Logo
×

সারাদেশ

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০২:৩৭ পিএম

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশালের বাকেরগঞ্জে বাসের ধাক্কায় মেহেদী হাসান (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মল্লিক মার্কেট সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী গ্রামের মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে।

বাকেরগঞ্জ থানার এসআই আজাদ জানান, নিজের মোটরসাইকেল নিয়ে বরিশাল থেকে আমতলী যাচ্ছিলেন মেহেদী। তিনি বাকেরগঞ্জের মল্লিক মার্কেট সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এসআই আজাদ বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।

বাকেরগঞ্জ সড়ক দুর্ঘটনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম