ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা জুলফিকার র্যাবের হাতে আটক
যুগান্তর প্রতিবেদন, বাকেরগঞ্জ
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০২:০১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা বরিশাল বাকেরগঞ্জ
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, গারুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এএসএম জুলফিকার
হায়দারকে আটক করেছে র্যাব।
বুধবার (৯ এপ্রিল) রাতে ঢাকার মিরপুর থেকে র্যাবের একটি টিম তাকে আটক
করে।
সূত্রে জানা গেছে, র্যাবের হাতে আটক আওয়ামী লীগ নেতা জুলফিকার হায়দারকে
ঢাকা থেকে বাকেরগঞ্জে নেওয়ার জন্য বৃহস্পতিবার রাতেই এস আই তোফাজ্জলের নেতৃত্বে পুলিশের
একটি টিম ঢাকায় আসেন। পরের দিন তাকে মাইক্রোবাসযোগে ঢাকা থেকে বরিশালে নিয়ে যাওয়া হলেও
বাকেরগঞ্জ থানায় হাজির না করে অসুস্থতার কারণ দেখিয়ে বরিশাল আদালতে পাঠানো হয়।
আটক জুলফিকারকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে গণমাধ্যমকর্মীরা এ বিষয়
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি
বলেন, থানায় আনার পরেই বলা যাবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর গড়িয়ে গেলেও আটককৃত জুলফিকারকে
বাকেরগঞ্জ থানায় নেওয়া হয়নি।
এ বিষয়ে পরবর্তীতে ওসির কাছে জানতে চাইলে তিনি প্রথমে বলেন, আসামিকে
নিয়ে আসা হচ্ছে। তবে পরে আবার তিনি বলেন, থানায় আসামিকে আনার পর বরিশালে চালান দেওয়া
হয়েছে।
এ প্রসঙ্গে এসআই তোফাজ্জেল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা জুলফিকার হায়দারকে
গারুড়িয়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় চালান দেওয়া হয়েছে।
অসুস্থ থাকায় থানায় না এনে তাকে ঢাকা থেকে বরিশাল আদালতে চালান দেওয়া হয়েছে।
তবে মামলার বাদী হাসান সিকদার বিপ্লব জানান, জুলফিকারকে গ্রেফতার সংক্রান্ত
কোনো তথ্য পুলিশ তাকে জানায়নি। এমনকি তাকে থানায় আনা হয়েছে কিনা, তাও অজানা।
প্রসঙ্গত, আটক আওয়ামী লীগ নেতা জুলফিকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডে বিভিন্নভাবে অর্থের যোগান দেওয়ার
অভিযোগ রয়েছে।
