Logo
Logo
×

সারাদেশ

সাঁথিয়ায় হরিজন সম্প্রদায়ের এক তরুণীর ইসলাম গ্রহণ

Icon

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৯:২১ পিএম

সাঁথিয়ায় হরিজন সম্প্রদায়ের এক তরুণীর ইসলাম গ্রহণ

পাবনার সাঁথিয়ায় আদুরী (২৯) নামে হরিজন সম্প্রদায়ের এক তরুণী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার বর্তমান নাম মোছাম্মৎ সুমাইয়া আক্তার আদুরী। তিনি উপজেলা পরিষদ চত্বরের বাসিন্দা এক ঝাড়ুদারের মেয়ে। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে তিনি সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নিজ উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে অঙ্গীকারপত্র জমা দেন। 

জানা গেছে, সুমাইয়া আক্তার আদুরী কয়েক দিন আগে থেকেই ইসলাম ধর্মে আগ্রহী হয়ে নিয়মিত নামাজ, রোজা ও ধর্মীয় বইপত্র পড়াশোনা করতেন। এমনকি পর্দাও মেনে চলতেন। পেশায় তিনি সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের একজন পরিচ্ছন্নতাকর্মী। 

বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে পুলিশের সহায়তায় নিজ উদ্যোগে আদালত মারফত নোটারি পাবলিকের নথিপত্র দাখিল করেন।

এ সময় আদুরীর বাবাসহ তার পরিবার ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। পরবর্তীতে আদুরী ও তার বাবা আলাদা আলাদা অঙ্গীকারনামার মাধ্যমে উভয়ের সম্পর্ক ছিন্ন ও আইনি কোনো জটিলতা হলে কেউ কোনো প্রকার দায়ী থাকবে না বলে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

আদুরী জানান, আমার ইসলাম ধর্মের সবকিছু ভালো লেগেছে, তাই এই ধর্ম গ্রহণ করেছি। এ ধর্মের আদর্শ নিয়েই জীবনযাপন করতে চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক আদুরীর বাবা জানান, আমার মেয়েকে অনেক বুঝিয়েছি আমাদের সম্প্রদায়ে থাকার জন্য। কিন্তু সে রাজি হয়নি। তার ইসলাম ধর্ম পছন্দ। তাই মেয়ে যেটা ভালো মনে করেছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। মেয়ে ভালো থাকলেই আমরা খুশি। 

উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী আদুরীর বয়স ২৯ বছর। বাস্তবে আরও বেশি হবে। বাংলাদেশের আইন অনুযায়ী, তিনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন। তিনি ইচ্ছাকৃতভাবেই আদালতে গিয়ে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

পাবনা সাঁথিয়া হরিজন সম্প্রদায় তরুণী ইসলাম গ্রহণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম