Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০২:১৫ পিএম

ধামরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঢাকার ধামরাইয়ে মসজিদের পুকুরে ডুবে মো. সোহানুর রহমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার নান্নার ইউনিয়নে কালিদাসপট্টি গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত সোহানুর ওই গ্রামের মো. জুলহাস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সোহানুরদের বাড়ির পশ্চিম পাশেই মসজিদের পুকুরটির অবস্থান। বিকালের দিকে খেলেত গিয়ে অসবাধনাবশত সবার অগোচরে পুকুরে পড়ে যায় শিশুটি। পরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। এরপর সেখানে থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার ধামরাই সরকারি হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সোহনুরকে মৃত বলে জানান। 

সোহানুরের ভাই ফুয়াদ হোসেন বলেন, ‘আমার ভাই বাড়ির পাশের মসজিদের পুকুরে পড়ে মারা গেছে।’

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায়  থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

ধামরাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম