Logo
Logo
×

সারাদেশ

মহাদেবপুরে আ.লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেফতার ৪

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৫:৫০ পিএম

মহাদেবপুরে আ.লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেফতার ৪

নওগাঁর মহাদেবপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। রোববার সকালে ও শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর থানাপাড়ার গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা সদরের দুলালপাড়ার মাহমুদুল হাসান নয়ন, এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সুজাইল গ্রামের আফতাব উদ্দীনের ছেলে হোসেন আলী ও সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের আব্দুস সাত্তার মেম্বার। 

মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা বলেন, গত ৫ নভেম্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় বদলগাছী থানার একটি মামলায় জড়িত থাকার অভিযোগে রেজাউন্নবী এবং অন্যদের বিভিন্ন মামলায় গ্রেফতার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মহাদেবপুর আ.লীগ যুবলীগ গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম