Logo
Logo
×

সারাদেশ

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

Icon

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:০৯ পিএম

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

বরিশালের বানারীপাড়ায় শয়তানের নিঃশ্বাস চক্রের সক্রিয় সদস্য খোকন শিকদার নামে এক প্রতারককে গ্রেফতার করে কোর্টহাজতে পাঠিয়েছে পুলিশ। 

রোববার সকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ব্যাপারে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা যুগান্তরকে বলেন, গ্রেফতার খোকন শিকদার গত ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে বানারীপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোসাম্মৎ নয়ন বেগমের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও কানের দুলসহ স্বর্ণালংকার নিয়ে যায়। 

এ ঘটনায় নয়ন বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। শনিবার দুপুরে নয়ন বেগম তাকে বন্দর বাজারে দেখতে পেয়ে আটক করে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সেখানে গিয়ে খোকনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। 

জিজ্ঞাসাবাদে খোকন শিকদার নিজেকে শয়তানের নিঃশ্বাস চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া ৬নং ওয়ার্ডে। তিনি ওই ওয়ার্ডের গণি শিকদারের ছেলে। 

রোববার তাকে কোর্টহাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান। 

বরিশাল শয়তান নিশ্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম