ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচিতে জনসমুদ্র
যুগান্তর প্রতিবেদন, ভোলা
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোলা শহরের কালিনাথ বাজার হাটখোলা মসজিদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা।
এ কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ফিলিস্তিনের পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা শহরের কালিনাথ বাজার এলাকায় জমায়েত হতে থাকেন।
এ সময় ভোলা শহরের কালিনাথ বাজার, মোল্লাপট্টি, সদর রোড, বাংলাস্কুল মোড়, নতুন বাজারসহ পুরো শহর জনসমুদ্রে পরিণত হয়। এ কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টিসহ (বিজেপি) বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এ কর্মসূচি সফল করতে গত কয়েক দিন ধরে ভোলার বিভিন্ন মসজিদসহ সব ইউনিয়নের হাটবাজারে প্রচারণা চালানো হয়। ভোলার বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধে গঠন করা হয় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা। তাদের ব্যাপক প্রস্তুতিতে শহরে জনসমুদ্রে পরিণত হয়ে পড়ে। হাটখোলা মসজিদ চত্বরে তৈরি করা হয় মঞ্চ।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান খান তালুকদার।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, বিএমপি নেতা এনামুল হক, ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, খন্দকার আল-আমিন, জাতীয় পার্টির (বিজেপি) জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মো. মোতাছিম বিল্লাহ, জামায়াতে ইসলামীর জেলার নায়েবে আমির অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামি আন্দোলন জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম, ইত্তেহাদুল মাদারিসিল কাওমিয়্যাহর জেলা সেক্রেটারি মাওলানা মো. বশির উদ্দিন, হেফাজতে ইসলামের জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা মো. মিজানুর রহমান আজাদী, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহসভাপতি মুফতি আহাম্মদ উল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী, জমিয়াতুল মোদাররেছীনের জেলা সভাপতি মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী, বেফাকের জেলা সভাপতি মাওলানা মো. মহিউদ্দিন, জামায়াতে ইসলামীর সদর উপজেলার আমির মাওলানা মো. কামাল হোসেন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা মীর মো. বেলায়েত হোসেন, সেক্রেটারি মাওলানা মো. আব্বাস উদ্দিন, ইসলামি ঐক্য আন্দোলনের জেলা আমির মাওলানা মো. রফিকুল ইসলাম খান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের গাজায় বর্বর দখলদার ইসরাইলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা, বোমাবর্ষণ, রাসায়নিক হামলা চালিয়ে আসছে। এ অমানবিক সহিংসতা ও নির্বিচারে গণহত্যার শিকার নিরীহ মুক্তিকামী ফিলিস্তিনী নারী-পুরুষ ও শিশু। ইসরাইলি দখলদার বাহিনী ফিলিস্তিনের ওপর যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা অতীতের সকল বর্বরতার সীমা ছাড়িয়ে গেছে।
গাজায় বাড়িঘর, স্থাপনা, রাস্তঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ ইত্যাদি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে মানবিক করিডোরে হামলা এবং জরুরি স্বাস্থ্যসেবা কাঠামো ধ্বংসের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড সভ্যতার চরম অবক্ষয়। তাই এখনই সময় মুসলিম বিশ্বকে একযোগে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর।
বক্তারা বলেন, আজকের এ কর্মসূচি থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, ফিলিস্তিনের এ গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আমরা মুসলিম মজলুমদের পক্ষে জালিমের বিপক্ষে জান ও মাল নিয়ে ঝাঁপিয়ে পড়ব।
