|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক যানের চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার নয়মাইল বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কুতুবপুর গ্রামের ভ্যানচালক আবদুর রাজ্জাক ও মহাম্মদজমা গ্রামের চাল ব্যবসায়ী সরোয়ার হোসেন।
স্থানীয়রা জানান, আবদুর রাজ্জাকের ভ্যানে করে যাচ্ছিলেন ব্যবসায়ী সরোয়ার হোসেন। ভ্যানটি সিন্দুরিয়া রোড থেকে নয়মাইল বাজারের প্রধান সড়কে উঠলে অজ্ঞাত একটি যান তিন চাকার যানটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন ভ্যানের চালক ও যাত্রী। পরে ধাক্কা দেওয়া যানের চাকায় পিষ্ট হয়ে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই শহিদ বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পেঁছান। পরে লাশ দুটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান। স্থানীয়দের ভাষ্যমতে, অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে তারা মারা গেছেন।
